ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সকালে রাণীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত আব্দুস ছামাদের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম শেফালী। তার স্বজনদের দাবি, গৃহবধূকে যৌতুকের কারণে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়াগ্রামের আকবর আলীর মেয়ে শেফালীর সঙ্গে সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে হাইজিতের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে শেফালীর উপর অত্যাচার করে আসছিলেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। ইতিপূর্বে এই বিষয়ে মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো।

শেফালীর স্বামী হাইজিত বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ঘুমিয়ে পড়ি। বুধবার (১ এপ্রিল) সকালে উঠে দেখি শেফালী বাড়ির পাশে টয়লেট সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস দিয়েছে। পরে আমি মৃতদেহ নিচে নামিয়ে রেখে পুলিশকে খবর দিই। কি কারণে শেফালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই।'

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া নিহতের পক্ষ থেকে মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

সাজু/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়