ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নোয়াখালীতে ৬ জন আইসোলেশনে

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৩, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীতে ৬ জন আইসোলেশনে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দুটি পরিবারের ছয় সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে।

সর্দি ও জ্বরে আক্রান্ত হলে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে তিন শিশুসহ ছয়জনকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিন শিশুর বয়স যথাক্রমে আট মাস, আড়াই বছর ও তের বছর।

বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা টিনা পাল ওই দুই পরিবারের বাড়ি লকডাউন ঘোষণা করেন। এরপর ওই এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জানিয়েঝেন, মঙ্গলবার রাতে তিন শিশুসহ ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার সর্দি ও জ্বর রয়েছে। বর্তমানে শিশুরা ছাড়া বাকিদের অবস্থা ভালো।

তিনি আরো জানান, কয়েক দিন আগে একজন দুবাই প্রবাসী আত্মীয়ের সংস্পর্শে এসেছিলেন ওই ছয়জন। এরপর থেকে জ্বরে ভুগলেও তারা তথ্য গোপন করে সুস্থ হওয়ার চেষ্টা করেছিলেন। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করার সরঞ্জাম না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সুজন/রফিক/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়