ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫১, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জেসমিন আক্তার (৪৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনার পর নিহতের স্বামী স্বাধীন মিয়া ও ভাসুর ইউপি সদস্য বাবুল পলাতক রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) জেসমিন আক্তারের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, পাচুঁয়া গ্রামে গত সোমবার পারিবারিক কলহের জেরে লাঠি ও ইট দিয়ে জেসমিনকে পিটিয়ে গুরুতর আহত করেন তার স্বামী। এরপর জেসমিনের বড় ছেলেসহ পরিবারের অন্য লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আবার বাড়ি নিয়ে আসে। জেসমিনের অবস্থার অবনতি হলে বুধবার তাকে আবারো হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, ‘জেসমিনের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জেসমিনের ভাই রুবেল ফকির বলেন, ‘আমার বোনকে প্রায় মারধর করা হতো। তার ভাসুর একাধিকবার বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার মারতে মারতে তাকে মেরেই ফেলল। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

 

ময়মনসিংহ/মিলন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়