ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিজরা ও বেদে বাড়িতে খাবার পৌঁছে দিলেন ডিসি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৩, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিজরা ও বেদে বাড়িতে খাবার পৌঁছে দিলেন ডিসি

বরগুনায় হিজরা ও বেদে সম্প্রদায়ের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

বুধবার (০১ এপ্রিল) বিকেলে বরগুনার ভুতমারা এলাকায় তাদের বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও হতদরিদ্র মানুষের বাড়িতে গিয়ে খাবার বিতরণ করছি। আমাদের পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। পুরো দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।’

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে বরগুনায় চলছে অঘোষিত লকডাউন। এ কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষেরা চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন। কর্মহীন এসব নিম্নআয়ের মানুষদের দ্বারে পৌঁছে খাদ্য সহায়তা দিয়ে আসছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে বরগুনার হিজরা ও বেদে সম্প্রদায়ের মাঝে খাবার বিতরণ করেন তিনি।


রুহান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়