ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জে করোনা পরীক্ষায় ৮ জনের রিপোর্ট নেগেটিভ

হবিগঞ্জ প্রতিনধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে করোনা পরীক্ষায় ৮ জনের রিপোর্ট নেগেটিভ

হবিগঞ্জে করোনা আক্রান্ত সন্দেহে পাঠানো নমুনার ফলাফল আটজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. একেএম মোস্তাফিজুর জানান, করোনা আক্রান্ত সন্দেহে ১১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে আটজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর তিনজনের ফলাফল এখনও আসেনি।  জেলায় এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন শনাক্ত হয়নি। তবে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

জেলা পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, করোনায় আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বাড়াতে হবে। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।

 

মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়