ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রামেকের করোনা ল্যাবে আরো তিনজনের নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রামেকের করোনা ল্যাবে আরো তিনজনের নমুনা পরীক্ষা

রামেকের করোনা ল‌্যাবে নমুনা পরীক্ষার যন্ত্রপাতি

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগে স্থাপিত ল্যাবে আরো তিনজনের নমুনা এসেছে।

এর মধ্যে দুটি রাজশাহীর ও একটি বগুড়ার। বগুড়ার নমুনাটি একটি কিশোরের। জ্বর নিয়ে মৃত‌্যু হয়েছে তার। নমুনাগুলোর পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুধবার সন্দেহভাজন পাঁচজনের নমুনা নিয়ে এই ল্যাবের কার্যক্রম শুরু হয়। সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা শেষে এখন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রতিবেদনটি ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে তা প্রকাশ করা হবে।’

তবে প্রথমদিনে করোনা ল্যাবের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলছিলেন, ‘‘এ ধরনের ভাইরাস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের টিমের কারোরই ছিল না। তবে ৩০ জনের এই টিমকে অনলাইনে ঢাকার অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানরা প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছেন।

‘প্রকৃতপক্ষে যখন নমুনা টেস্টের জন্য তাদের ল্যাবে যেতে বলা হয়, তখন অনেকেই ইতস্ততবোধ করছিলেন। কিন্তু পরে সবাই সাকসেসফুলি কাজ করেছেন। যা মেডিক‌্যাল কলেজের ইতিহাসে একটি মাইলফলক।”


তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়