ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২০ টাকা দরে চাল বিক্রি করছে চট্টগ্রাম চেম্বার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ টাকা দরে চাল বিক্রি করছে চট্টগ্রাম চেম্বার

ভর্তুকি মূল‌্যে পণ‌্য বিক্রির জন‌্য অপেক্ষমান ট্রাকের সারি

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভর্তুকি দিয়ে মাত্র ২০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার।

চালের পাশাপাশি ১০ টাকা কেজি আলু, লবণ এবং ৪০ টাকা কেজি দরে মশুর ডাল বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে চট্টগ্রাম নগর জুড়ে ভর্তুকি মুল্যে এসব নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

চেম্বার সভাপতি জানান, করোনাভাইরাসের বিস্তার রোধ ও এ সংক্রান্ত সামগ্রিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকার দেশব্যাপী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ে সাধারণ ও স্বল্প আয়ের ভোক্তাশ্রেণির কষ্ট লাঘবে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে চেম্বার।

এই কার্যক্রমের আওতায় প্রতি কেজি চাল (আতপ বা সেদ্ধ) মাত্র ২০ টাকা, মসুর ডাল ৪০ টাকা, আলু ১০ টাকা এবং লবণ ১০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে।

সাধারণ ছুটি চলাকালীন পর্যায়ক্রমে নগরীর গোলাম রসুল মার্কেট, অলংকার, কাজীর দেউড়ি, কালা মিয়া বাজার, দেওয়ান বাজার, ঝাউতলা বাজার, বায়েজিদসহ (এম আলম সিএনজি) নগরের বিভিন্ন স্থানে মিনি ট্রাকে করে চেম্বারের ভ্রাম্যমাণ এ বিক্রি কার্যক্রম চলবে বলে জানান চেম্বার সভাপতি।


চট্টগ্রাম/রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়