ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

না.গঞ্জের মৃত নারী করোনা আক্রান্ত ছিলেন, এলাকা লকডাউন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না.গঞ্জের মৃত নারী করোনা আক্রান্ত ছিলেন, এলাকা লকডাউন

ঢাকার একটি হাসপাতালে মারা যাওয়া নারায়ণগঞ্জের বন্দর এলাকার ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে এই খবর পেয়ে ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন।

মৃত্যুর পর নমুনা সংগ্রহের পরীক্ষা শেষে পজেটিভ রিপোর্ট আসায় রাতে ঘটনাস্থলে ছুটে যান জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, বন্দরের ইউএনও শুক্লা সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা। ৩০ মার্চ ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়সী এই নারীর মৃত্যু হয়।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সস্প্রতি ৪৫ বছর বয়সী এক নারী অসুস্থ হন। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেদিনই তাকে দাফন করা হয়। সেই  সময় নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।

রাতেই প্রশাসন ও পুলিশ সেখানে উপস্থিত হয়ে ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার জামাল সোপ কারখানা থেকে রসুলবাগ মোড় পর্যন্ত সড়কটি লকডাউন করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, শুক্রবার ওই নারীর পরিবার ও আশপাশের লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।


রাকিব/বকুল/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়