ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে না থাকায় ১৫৯ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৭, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে না থাকায় ১৫৯ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে না থেকে অহেতুক বাইরে ঘোরাঘুরি করায়  ১৫৯ জনকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলার নয় উপজেলার বিভিন্ন জায়গায় এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, ‘আমরা জনগণকে সরকার ঘোষিত আইন মানার জন্যে বার বার বলছি। অকারণে কেউ যেন ঘর থেকে বের না হয়। আমরা প্রথমে সরকারি নির্দেশনা মানার জন্য মানুষকে বুঝিয়েছি।’

অকারণে বাইরে ঘোরাঘুরি করায় জেলার নয় উপজেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ১৫৯ ব্যক্তিকে ১ লাখ ১১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন। যারা বোঝানোর পরও সরকারি নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

রুবেল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়