ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুই হাজার পরিবারকে সাহায্য করলেন ডিসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই হাজার পরিবারকে সাহায্য করলেন ডিসি

চাঁপাইনবাবগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ডিসি সেফাউর রহমান। নিজ অর্থে দুই হাজার পরিাবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।

সেফাউর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি মাদারীপুরের জেলা খাদ‌্য নিয়ন্ত্রক (ডিসি-ফুড)।

ব্যক্তিগত অর্থায়নে প্রায় ২ হাজার অসহায়, দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের মানুষের বাড়ি বাড়ি গিয়ে এক সপ্তাহ ধরে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী জেলা মহিলা লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি কেয়া রহমান।

প্রতিটি প্যাকেটে তিন কেজি করে চাল, দুই কেজি করে আলু, পেঁয়াজ, তেল, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।

সেফাউর রহমান বলেন, এই বিপদে আমি আমার জন্মস্থানের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমার এলাকার কোনো মানুষ যাতে কষ্টে না থাকে এ জন্য আমি কাজ করছি ।’ করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

 

জাহিদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়