ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছাতকে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা ঢাকায় প্রেরণ

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাতকে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা ঢাকায় প্রেরণ

সুনামগঞ্জের ছাতকে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী।

ডা. রাজিব চক্রবর্তী জানান, সন্দেহজনক এক রোগীর কভিড-১৯ পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ল্যাবে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন ডা. তোফায়েল আহমদ সানি। আগামীকাল (শনিবার) জানা যাবে করোনা আক্রান্ত সন্দেহ এই পুরুষের শরীরে করোনা ভাইরাস আছে কিনা।

সন্দেহজনক আরও কয়েকজনের কভিড-১৯ আছে কী-না তা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হবে। বর্তমানে তাদেরকে প্রশাসনের নজরদারিতে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে।

 

আল আমিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়