ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

৩শ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন চার ভাই

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩শ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন চার ভাই

লকডাউন পরিস্থিতির কারণে কর্মবিমুখ হতদরিদ্র নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চার ভাই।

শুক্রবার (৩ এপ্রিল) চার ভাই মিলে ব্যাক্তিগত অর্থে ৩শ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন।

চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের চরমধ্যপাড়া এলাকার এ চার ভাই হচ্ছেন- মো. তৈয়াবুর রহমান খান, নাসির উদ্দিন খান, মো. নাজমুল খান ও রবিউল ইসলাম খান।

শুক্রবার সকালে তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই খাবার বিতরণ করেন।

এসময় অতিথি হিসেবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন খান বলেন, ‘আমরা দুই ভাই চাকরি করি, দুই ভাই ব্যবসা করি। আল্লাহ আর্থিকভাবে স্বচ্ছল রেখেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে আমরা চার ভাই মিলে ওই সকল পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেই। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়ুয়াবর্নি গ্রামের ৩ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রত্যেকটি পরিবারকে আমরা ৫ কেজি চাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু পৌঁছে দিয়েছি।'


টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়