ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হেঁটেই ঢাকায় চলেছেন গার্মেন্টস শ্রমিকরা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেঁটেই ঢাকায় চলেছেন গার্মেন্টস শ্রমিকরা

গাড়ি না চলায় হেঁটেই ঢাকায় পাড়ি জমিয়েছেন গার্মেন্টস কর্মীরা

সড়কে কোনো গণ পরিবহন চলাচল করছে না। অথচ শনিবার (৪) সকাল থেকে খুলবে নিট গার্মেন্টগুলো। উপায় না পেয়ে তাই ময়মনসিংহ থেকে হেঁটেই ঢাকায় চলেছেন গার্মেন্টস শ্রমিকরা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের নিট গার্মেন্টস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিকেএমইএ। ছুটি শেষ হওয়ায় শনিবার (৪ এপ্রিল) থেকে আবারও নিট গার্মেন্টসগুলো খুলবে। তাই চাকরি বাঁচাতে পায়ে পায়ে ঢাকায় চলেছেন কর্মজীবী এসব মানুষ।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে ময়মনসিংহ ব্রিজের বাসস্ট্যান্ড এলাকায় সহস্রাধিক ঢাকাগামী গার্মেন্টস শ্রমিক ভিড় করে। কোনো যানবাহন না চলায় অবশেষে অনেকেই হেঁটে, রিকশা বা ভ্যানে করে ঢাকায় রওনা দিয়েছেন।

গার্মেন্টস শ্রমিক রফিকুল আহমেদ বলেন, ‘শনিবার থেকে গার্মেন্টস খোলা। যদি সময়মতো গার্মেন্টসে পৌঁছাতে না পারি, তাহলে চাকরি থাকবে না। তাই হেঁটেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’

গার্মেন্টস কর্মী রহিমা জানান, তিনি স্বপরিবারে ঢাকায় থেকে চাকরি করেন। করোনার ভয়ের চাইতে চাকরি হারানোর ভয় বেশি। তাই ভ্যানে চেপে ঢাকায় রওনা হয়েছেন।

খলিল নামে এক গার্মেন্টস কর্মী বলেন, ‘গার্মেন্টসে চাকরি করেই আমার পরিবারের খাদ্য জোটে। সময়মতো সেখানে হাজিরা না দিতে পারলে চাকরি থাকবে না। হেঁটেই বলেন আর রিকশায় চড়ে- যেভাবেই হোক ঢাকায় যেতেই হবে।’

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, ‘যানবাহন বন্ধ থাকায় আমাদের নিজেদের এবং শ্রমিকদের ক্ষতি হচ্ছে। তারপরেও সরকারি নির্দেশনা মেনে যানবাহন বন্ধ রেখেছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যানবাহন বন্ধ থাকবে।’

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে কিছু গার্মেন্টস চলছে। আবার কিছু গার্মেন্টস আগামীকাল থেকে খুলবে। প্রয়োজনের তাগিদেই গার্মেন্টস শ্রমিকরা ঢাকায় যাচ্ছেন। তবে যানবাহন বন্ধ থাকায় তাদের ভোগান্তি হচ্ছে। আমরা যতটুকু পারছি তাদের সহযোগীতা করছি।’


মিলন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়