ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্দেশনা না মানায় ৮৭ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৮, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্দেশনা না মানায় ৮৭ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশনা না মেনে অহেতুক ঘোরাঘুরি ও দোকান খোলা রাখার দায়ে ৮৭ জনকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলার নয়টি উপজেলায় এসব জরিমানা করা হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, ‘সরকার ঘোষিত আইন মেনে আমরা সবাইকে ঘরে থাকার জন্য বার বার বলছি। অকারণে কেউ যেনো ঘর থেকে বের না হয় এবং দোকান খোলা না রাখে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার দিনব্যাপী জেলার নয়টি উপজেলার ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৭ জনকে ৬৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন। বার বার বোঝানোর পরেও যারা সরকারি নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


মাইনুদ্দীন রুবেল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ