ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুনামগঞ্জে ১৯ জনের নমুনা সংগ্রহ

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুনামগঞ্জে ১৯ জনের নমুনা সংগ্রহ

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দুই দিনে সুনামগঞ্জের উপজেলাগুলো থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জের  সদর উপজেলা, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলা থেকে করোনাভাইরাস শনাক্ত করার জন্য জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ধর্মপাশা ও শাল্লা উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, জেলার নয়টি উপজেলা থেকে ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুটি উপজেলা থেকে দূরত্বের কারণে সংগ্রহ করা সম্ভব হয়নি।

নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকার জাতীয় রোগতত্ত্ব,  রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

 

আল আমিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়