ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খোলা জায়গায় রাখা খাদ্যসামগ্রী নিলেন কর্মহীনরা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খোলা জায়গায় রাখা খাদ্যসামগ্রী নিলেন কর্মহীনরা

খোলা জায়গায় নিরাপদ দূরত্বে রাখা খাদ্যসামগ্রীর প্যাকেট। এক এক করে সেই প্যাকেট নিয়ে গেলেন কর্মহীন ও হতদরিদ্ররা।

ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়া দেয়া হলো খাদ্যসামগ্রী।

জেলা শহরের পীরবাড়ি এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের উদ্যোগে শতাধিক মানুষের কাছে এই খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। রফিকুল ইসলাম ওয়ালটন ইলেক্ট্রনিক্সের একজন ডিস্ট্রিবিউটর।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, আলু ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে পীরবাড়ি এলাকায় তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজের সামনের খোলা জায়গা থেকে কর্মহীন ও হতদরিদ্ররা খাদ্যসামগ্রী নিয়ে যান।

রফিকুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে খাদ্যসামগ্রী নেয়ার কার্যক্রম তদারকি করেন।

রফিকুল ইসলাম বলেন, ‘করোনভাইরাসের প্রভাবে সারাবিশ্বে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। এদের অনেকেই কারো কাছে লজ্জায় হাত পাততে পারছেন না। তারা সবাই পরিস্থিতির শিকার। বৈশ্বিক এই দুর্যোগকালীন সময়ে আমাদের সবার উচিত এসব খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানো।'

এ সময় রফিকুল ইসলামের সাথে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন, জেলা বাস মালিক সমিতির নেতা হানিফ মিয়া, সমাজকর্মী একরামুল হক রুবেল ও মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

 

রুবেল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়