ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী আইডি হাসপাতালে নার্স

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা উপসর্গ নিয়ে রাজশাহী আইডি হাসপাতালে নার্স

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে একজন নার্সকে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে তাকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা আইডি হাসপাতালে পাঠানো হয়। এর আগে তাকে শুক্রবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

রামেক হাসপাতালে করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্দেহভাজন ওই নারী একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। রামেক হাসপাতালে ভর্তির পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে তাকে আইডি হাসপাতালে পাঠানো হয়। করোনা পরীক্ষার জন্য দুপুরে তার নমুনাও সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো জানান, রামেক হাসপাতালে শনিবার সকালে ১২ রোগী পর্যবেক্ষণে ছিলেন। এদের মধ্যে আটজনকে দুপুরে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি চারজন এখনও পর্যবেক্ষণে রয়েছেন।

সংবাদ সম্মেলনে রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান ও হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

 

রাজশাহী/তানজিমুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়