ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশাল থেকে ঢাকায় ফিরতে সড়কে ভিড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল থেকে ঢাকায় ফিরতে সড়কে ভিড়

করোনাভাইরাস সংক্রমণরোধে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যেও বরিশালের নথুল্লাবাদে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। তাদের প্রায় সবাই পোশাক শ্রমিক।

অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস, মাইক্রোবাস বন্ধ থাকায় বিকল্প পথে ছুটছেন তারা। কেবল বরিশাল নগরী নয়; জেলার অন্যান্য উপজেলায় থাকা পোশাক শ্রমিকরা ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।

ঢাকাগামী একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার ছুটি ঘোষণা করার পর তারা গ্রামের বাড়িতে ফেরেন। তবে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে অনেক পোশাক কারখানা এবং বেসরকারি কোম্পানির অফিস খেলার ঘোষণা রয়েছে। এখন চাকরি টিকিয়ে রাখতে কখনো পায়ে হেঁটে, কিছু দূর ট্রাকে চেপে, আবার কয়েকগুণ ভাড়া দিয়ে মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

নগর গোয়েন্দা পুলিশের এসআই সুজিত কুমার বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে এ সকল যাত্রীদের বলা হচ্ছে। পুলিশ চেষ্টা করছে যাতে মানুষের ভিড় না হয়।

 

বরিশাল/জে.খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়