ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয়েছে। মহেশখালী উপজেলায় বজ্রপাতে তিনজন মারা গেছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঝড় শুরু হয়। এতে বিভিন্ন স্থানে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের শুরুতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। পরে তা ঘণ্টায় ২৫ কিলোমিটারে নেমে আসে। ১০ মিনিট ধরে হালকা বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া বয়ে যায়।

বজ্রপাতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, উপজেলার হোয়ানক ইউনিয়নে দুজন এবং বড় মহেশখালী ইউনিয়নে একজনের মৃত্যু হয়েছে। তারা লবণমাঠে কাজ করছিলেন।


কক্সবাজার/রুবেল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়