ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

'এক মুঠো চাল' বাসদ বরিশাল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'এক মুঠো চাল' বাসদ বরিশাল

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে বরিশাল সিটি করপোরেশনের (বসিক) চারটি ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ‘এক মুঠো চাল’ কর্মসূচির আওতায় বসিকের ১৩, ১৪, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নগরীর ৪টি ওয়ার্ড এবং জেলা অফিস মিলে ২৮৫ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। গত এক সপ্তাহে বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে ।

বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী এক বিবৃতিতে ‘এক মুঠো চাল’ কমসূচির মাধ্যেমে ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে আমাদের ‘এক মুঠো চাল’ কর্মসূচি শুরু করেছিলাম। আমাদের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের আন্তরিকতায় আমরা এখন ২৮৫ পরিবারকে এ খাদ্য সহায়তা দিচ্ছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।


পিআর/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়