ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা সন্দেহে কিশোরীকে সিলেটে প্রেরণ

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সন্দেহে কিশোরীকে সিলেটে প্রেরণ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এক কিশোরীকে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী

ওই কিশোরীর বাড়ি শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকায়।

ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, মেয়েটির শ্বাসকষ্ট ছিল। তাই আমাদের সন্দেহ হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া, গত শুক্রবার ওই মেয়েটির পাশের বাসায় এক পুরুষ মারা গেছেন। যদিও মৃত ব্যক্তির মধ্যে করোনার কোনো লক্ষণ ছিল না।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন জানান, সিলেট থেকে মেয়েটির মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত তার বাসায় প্রবেশের রাস্তার মুখে লাল প

তাকা দেওয়া হয়েছে। এবং শুধু ওই বাসা সংলগ্ন সাধারণ মানুষের চলাচল সীমিত করে রাখা হয়েছে।


সাইফুল্লাহ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়