ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেচে গেয়ে সচেতনতা কার্যক্রম কালিগঞ্জ পুলিশের

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেচে গেয়ে সচেতনতা কার্যক্রম কালিগঞ্জ পুলিশের

নেচে ও গান গেয়ে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রচারণা চালিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসাইন ও অন্যান্য পুলিশ সদস্য।

শনিবার (৪ এপ্রিল) এলাকার বিভিন্ন হাটবাজারে গিয়ে গান গেয়ে,নেচে ও সাংকেতিক ভাষায় সাধারণ মানুষের মাঝে সচেতন কার্যক্রম চালিয়েছেন তিনি।

কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসাইন জানান, করোনা ভাইরাস থেকে বাঁচার একটাই উপায়,তা হলো সচেতন হওয়া।

তিনি বলেন, ‘শুধুমাত্র কঠোরতা দিয়ে মানুষকে ঘরে ফেরানো সম্ভব নয়। সে কারণে সাতক্ষীরা পুলিশ সুপারের পরামর্শে সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে ভিন্ন এ পদক্ষেপ নিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।’

জনসচেতনতার পাশাপাশি এদিন কালিগঞ্জ থানার পক্ষ থেকে এলাকার হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়