ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাতক্ষীরায় জ্বর-কাশি-শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসার উদ্যোগ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৪, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় জ্বর-কাশি-শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসার উদ্যোগ

করোনাভাইরাসের লক্ষনের সাথে মিল থাকায় সাধারণ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসা মিলছে না দেশের অনেক হাসপাতালে।

তবে চিকিৎসকদের এই বিমুখতার মাঝেও এসব রোগের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ‌্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখা।

শনিবার (৪ এপ্রিল) ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে (নতুন কোর্টের পাশে) এ কার্যক্রম চালু হয়। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী দেখা হবে।

বাংলাদেশ হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ‌অ‌্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল জানান, ভয় না পেয়ে ও তথ্য না লুকিয়ে ডাক্তার দেখানো এবং চিকিৎসা সেবা দেওয়ার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরাবাসীর কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী দিনেই ডা. মাসুমবিল্লাহ রনি অন্তত ২০ জন রোগীর চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দিয়েছেন।

 

শাহীন গোলদার/সনি

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়