ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কলাপাড়ায় ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৬, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলাপাড়ায় ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকাল চারটা থেকে প্রায় এক ঘণ্টার ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়।

ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়া পৌর শহরের নাচনাপাড়ার একটি বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন এলাকার অংসখ্য গাছপালা উপড়ে পড়ে। এছাড়া উপজেলার রাঙ্গাবালিতে বজ্রপাতে একটি গরু মারা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, ‘ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, একটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং অসংখ‌্য গাছপালা ভেঙ্গে পড়েছে। আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সহযোহিতা করা হবে।’


ইমরান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়