ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪০, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে বিপন্ন প্রজাতির এক বনরুই উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার ঘোঁষগাও ইউনিয়নে সীমান্ত এলাকা গলইভাঙ্গা গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, পাশের পাহাড় থেকে বনরুইটি আসে। স্থানীয় জামাল মিয়ার বাড়ির পেছন দিয়ে বনরুইটি যাওয়ার সময় একটি কুকুর আক্রমণ করে। জামাল মিয়া বিষয়টি টের পেয়ে স্থানীয়দের নিয়ে সেটি উদ্ধার করে।

পরে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বনরুইটিকে নিজ হেফাজতে রেখে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান জানান, বন বিভাগের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে এ বনরুই হস্তান্তর করা হবে।

 

ময়মনসিংহ/মিলন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়