ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেবীগঞ্জে ওয়ালটনের পিপিই বিতরণ

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেবীগঞ্জে ওয়ালটনের পিপিই বিতরণ

চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা সেবার জন্য ওয়ালটনের পক্ষ থেকে সারা দেশে পাঁচ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক এবং নার্সদের জন্য ১৭টি পিপিই দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাসুদ ও ডা. নওশান ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (প্রডাকশন) প্রকৌশলী আপেল মাহমুদের কাছ থেকে পিপিই গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী আশিকুর রহমান, সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী ফারহান সাদিক অনিক।

একই দিনে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলায় পিপিই দেওয়া হয়েছে বলে জানান কোম্পানিটির ডেপুটি ডিরেক্টর আপেল মাহমুদ।



পঞ্চগড়/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়