ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদারীপুরে জ্বরে ১ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদারীপুরে জ্বরে ১ জনের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন। 

রোববার (৫ এপ্রিল) ভোরে তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না তা জানার জন্য স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। এছাড়া, তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানান, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পর তার শরীরে জ্বর আসে। সঙ্গে ছিল গলাব্যথা। পরিবারের লোকজন স্থানীয় একজন চিকিৎসকে ডেকে আনলে তিনি কিছু ওষুধ দেন। আজ ভোর রাতেই তিনি মারা যান।

কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. নাসিরউদ্দিন বলেন, ‘কালকিনি কয়ারিয়া ইউনিয়নে জ্বরে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওয়ার্ডের মেম্বারকে ঘটনাস্থলে পাঠাই। সকালে কালকিনি থানার একটি টিম মৃত ব্যক্তির বাড়িতে গিয়েছে।  কী  কারণে তার মৃত্যু হয়েছে নমুনা পরীক্ষা শেষে তা জানা যাবে।’

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, ‘কালকিনিতে জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। চিকিৎসকরা  গিয়ে তার নমুনা সংগ্রহ করেছে। এই নমুনা পরীক্ষার জন্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে।’

 

মাদারীপুর/রিজভী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়