ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু, তিনশ পরিবার লকডাউন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু, তিনশ পরিবার লকডাউন

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আবু সাঈদ মাতবর (৫৫) নামে এক হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷

শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

হোসিয়ারি ব্যবসায়ী আবু সাঈদ মাতবর নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকার বাসিন্দা৷

এদিকে, করোনায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় কাশিপুর ৮ নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর ও আমবাগান এলাকার প্রায় তিন শতাধিক বাড়ি লগডাউন করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে এসব বাড়ি লকডাউন করে দেয়া হয়।

বিষয়গুলো নিশ্চিত করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও ) নাহিদা বারিক । 

নিহতের ছেলে মেহেদী হাসান রবিন জানান, তার বাবা আবু সাঈদ মাতবরের  গত দুই দিন যাবৎ শ্বাসকষ্ট ও কাশি ছিল৷অবস্থার অবনতি হওয়াতে প্রথমে তাকে ঢাকার মিডফোর্ডে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷পরে সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় ৬টায় তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়৷শনিবার সকাল ৯টায় তার বাবা মারা যান৷পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে লোকজন এসে লাশ পরীক্ষা করে করোনার কথা জানায়৷

মহেদী হাসান আরো জানান, তার বাবার ডেথ সার্টিফিকেটে করোনায় মৃত্যুর কথা উল্লেখ রয়েছে৷লাশ আইইডিসিআর-এর লোকজনের তত্ত্বাবধানে ঢাকার খিলগাঁওয়ে দাফন করা হয়৷

জেলার করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘ডেথ সার্টিফিকেটের একটা কপি ফেসবুকের মাধ্যমে পেয়েছি৷এলাকাবাসীও জানিয়েছেন৷আমরা ওই এলাকায় মেডিক্যাল টিম নিয়ে গিয়ে নিহতের বাড়িসহ আশেপাশের দুটি মহল্লা লকডাউন করে দিয়েছি।’ 

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জের কাশিপুর নিশ্চিন্তপুরে এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিষয়টি রাতে আইইডিসিআর থেকে আমাদের জানানোর পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা ফোকাল ডাক্তার জাহিদুর রহমান ও উপজেলা প্রশাসন পুলিশের সহায়তা ওই এলাকার প্রায় তিন শতাধিক পরিবারকে লকডাউন করা হয়েছে। লকডাউনে থাকা পরিবারে কোন সদস্যের যদি করোনার কোন উপসর্গ দেখা দেয় তবে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে।

এ ব্যাপারে ইউএনও নাহিদা বারিক জানান, শনিবার রাতেই ঘটনাস্থালে গিয়ে জেলা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় আরামবাগ ও নিশ্চিন্তাপুরের দুই মহল্লার প্রায় তিন শতাধিক পরিবারকে লকডাউন করা হয়েছে। ওই নিহত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ চলছে। লকডাউনে থাকা পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডালসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ মার্চ করোনা উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগের পুতুল (৫০) নামের এক নারী। এরপর গত ২ এপ্রিল তার নমুনা পরীক্ষায় করোনা আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন।

 

রাকিব/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়