ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নরসিংদীর একটি বাড়ি লকডাউন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীর একটি বাড়ি লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মালয়েশিয়াফেরত এক যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির লকডাউন ঘোষণা করেন। ওই বাড়ির আশপাশে জনসাধারণের চলাচল নিষেধ করা হয়েছে।

দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ জানান, গত মাসে মালয়েশিয়া থেকে আসা ৩০ বছর বয়সী ওই যুবক কয়েক দিন জ্বর, ঠান্ডা-কাশি ও গলা ব্যথায় ভুগছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ওই যুবককে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

দুই-একদিনের মধ্যে ওই যুবক করোনভাইরাসে আক্রান্ত কিনা তা জানা যাবে বলে জানান তিনি।


হানিফ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়