ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দিনাজপুর সদর হাসপাতালে পিপিই দিল ওয়ালটন

মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনাজপুর সদর হাসপাতালে পিপিই দিল ওয়ালটন

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় জরুরি চিকিৎসা সেবার জন্য ওয়ালটনের পক্ষ থেকে সারাদেশে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর সদর হাসপাতালেও ডাক্তার ও নার্সদের জন্য ১২ সেট পিপিই দিয়েছে ওয়ালটন।

আজ রোববার (৫ এপ্রিল) সদর হাসপাতালে মেডিক্যাল অফিসার আরমিনা বেগম ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (প্রডাকশন) প্রকৌশলী আপেল মাহমুদের কাছে থেকে পিপিই গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের এসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী আশিকুর রহমান, সিনিয়র ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী ফারহান সাদিক আনিক।

পঞ্চগড়, ঠাঁকুরগাও, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় পিপিই দেওয়া হয়েছে বলে জানান কোম্পানির ডেপুটি ডিরেক্টর আপেল মাহমুদ।


হিলি/মোসলেম উদ্দিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়