ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাদারীপুরে জ্বরে আরও ১ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৫, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদারীপুরে জ্বরে আরও ১ জনের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে জ্বর ও গলাব্যাথায় আরো একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) গভীর রাতে তার মৃত্যু হয়। গতকাল ভোরে কালকিনিতে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সি আরেক ব্যক্তি মারা যান।

মাদারীপুর সিভিল সার্জন বলছেন, ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তাই করোনা শনাক্তে তার নমুনা পরীক্ষার দরকার নেই। কোনো রকম পরীক্ষা ছাড়াই তাকে দাফন করা হয়। এতে করে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাদের প্রশ্ন, কোনো রকম পরীক্ষা ছাড়াই সিভিল সার্জন কীভাবে বুঝলেন ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন?

কয়ারিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তির শরীরে জ্বর ছিল। তার গলাও ফুলে গিয়েছিল। তবে তিনি করোনাভাইরাসে না কি হার্ট অ্যাটাকে মারা গেছেন তা আমি জানি না।’

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘ভোরে কালকিনির কয়ারিয়া ইউনিয়নে জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে আমি ওই ওয়ার্ডের মেম্বারকে ঘটনাস্থলে পাঠাই। সকালে কালকিনি থানার একটি টিম মৃত ব্যক্তির বাড়িতে গিয়েছিল। কী কারণে মারা গেছেন তা চিকিৎসকরা বলতে পারবেন।’

এ ব্যাপারে মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, ‘কালকিনিতে জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃত ব্যক্তির বাসায় গিয়ে তার সম্পূর্ণ হিস্ট্রি জেনেছেন। এতে আমাদের মনে হয়েছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তাই আমরা তার নমুনা সংগ্রহ করিনি।’

**

 

রিজভী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়