ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাপ্তাইয়ে জনসমাগম ও আড্ডা বন্ধে কড়াকড়ি

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপ্তাইয়ে জনসমাগম ও আড্ডা বন্ধে কড়াকড়ি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাধারণ জনসমাগম ও আড্ডা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর গ্রহণ করেছে।

ইতোমধ্যেই কোন প্রকার জনসমাগম ও আড্ডায় মিলিত না হতে মাইকিং করে সতর্ক করা হয়েছে। চলছে প্রশাসনের অভিযান। আইন অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করা হচ্ছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল রোববার ( ৫ এপ্রিল) কাপ্তাই উপজেলার কেপিএম আবাসিক এলাকার গেইট সংলগ্ন চায়ের দোকান খোলা রাখায় এবং সেখানে আড্ডা দেয়ায় ৭ জনকে ৩৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘কাপ্তাই প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ এবং সরকারি নির্দেশনাবলী মেনে চলার জন্য অভিযান অব্যাহত রেখেছি। সরকারি নির্দেশ মোতাবেক চা এর দোকান বন্ধ রাখা সহ কোন প্রকার জমায়েত করাতে নিষেধাজ্ঞা রয়েছে। কেউ অমান্য করলে কাপ্তাই প্রশাসন আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে।'

 

বিজয়/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়