ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাঙামাটিতে একটি পরিবার কোয়ারেন্টাইনে

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙামাটিতে একটি পরিবার কোয়ারেন্টাইনে

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ঝুলিক্কা পাড়া এলাকার একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার রাত থেকে তাদের কোয়ারেন্টাইন রাখা হয় বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ।

তিনি জানান, রাঙামাটির নিজ বাড়িতে ফিরে আসা ব্যক্তি চট্টগ্রামের দামপাড়ায় লকডাউনকৃত এলাকার দোকানে কাজ করতেন। তিনি বাড়ি আসার খবর পেয়ে তাকে ও তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে রাঙামাটি জেলা প্রশাসন।

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য জেলা থেকে দুইজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

এই দুইজন সর্দি, কাশি ও জ্বর নিয়ে নিজ বাসায় অবস্থান করছেন।

তিনি জানান, জেলা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ আছে, এমন লোকদের নমুনা সংগ্রহ করা হবে।

 

বিজয় ধর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়