ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জের ২১ জনের রিপোর্ট নেগেটিভ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 হবিগঞ্জের ২১ জনের রিপোর্ট নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হবিগঞ্জ থেকে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ২১ জনের নমুনা প্রেরণ করা হয়েছিল। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আরো ১১ জনের নমুনা প্রেরণ করা হলেও সবগুলোর রিপোর্ট নেগেটিভ আসে।

ডেপুটি সিভিল সার্জন জানান, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সোমবার নতুন করে আরো ৫৬ জনের নমুনা ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

এ ছাড়াও তিনি ৯৭৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে বলে জানান । এখনও ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ।

 

মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়