ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টাঙ্গাইলে ৫০ নমুনার মধ্যে নেগেটিভ ২২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে ৫০ নমুনার মধ্যে নেগেটিভ ২২

করোনাভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় এখন পর্যন্ত মোট ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ওই ৫০ জনের মধ‌্যে ২২ জনের রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের সবার ফলাফলই নেগেটিভ এসেছে। এদিন আরো ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার তিন জন, নাগরপুরের দুই জন, মির্জাপুরের পাঁচ জন, বাসাইলের তিন জন, সখীপুরের ১০ জন, কালিহাতীর পাঁচ জন, ঘাটাইলের তিন জন, মধুপুরের আট জন, ধনবাড়ির চার জন, গোপালপুরের চার জন, ভূঞাপুরের দুই জন এবং দেলদুয়ারের এক জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া জেলায় এখন পর্যন্ত তিন জন আইসোলেশনে রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ৫০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো। এদের মধ্যে ২২ জনের ফলাফল পাওয়া গেছে। সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। বাকি রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে।


শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ