ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা সন্দেহে চিকিৎসা মেলেনি, ঢাবি শিক্ষার্থীর মৃত‌্যু

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সন্দেহে চিকিৎসা মেলেনি, ঢাবি শিক্ষার্থীর মৃত‌্যু

সুমন চাকমা

গত ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছিলেন, ‘আমার করোনা হয়নি, অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যেই আমার মারা যেতে হবে।’ অবশেষে সুমন চাকমার সেই কথাই সত্য হলো।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে আটটায় বিনা চিকিৎসায় মারা গেলেন পাহাড়ের এই সন্তান। সুমন খাগড়াছড়ি সদর উপজেলার দাতকুপা এলাকার আগলাশিং পাড়ার সুপেন চাকমার ছেলে। 

সুমনের স্বনরা জানান, তার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে করোনাভাইরাসের ভয়ে চিকিৎসা দেয়নি কোনো হাসপাতাল। ফলে বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় তার। সুমন ক্যান্সারে আক্রান্ত ছিল। একই সাথে ফুসফুসের রোগে ভুগছিল সে।

সুমন চাকমা ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিক্ষা ও গবেষণা অনুষদের ২২তম ব্যাচের ছাত্র সুমন জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সুমনের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমার বন্ধু সুমন অনেকদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। সে সম্প্রতি ভারত থেকে চিকিৎসাও নিয়ে এসেছিল। পরে তার ফুসফুসজনিত রোগ দেখা দেওয়ায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে করোনাভাইরাস সংক্রমণের ভয়ে চিকিৎসা মেলেনি কোথাও। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় তাকে মারা যেতে হলো।’

সুমনের পরিচিত অনুপম চাকমা নামে এক ব‌্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘খবরটি শোনার পর সত্যি ভীষণ খারাপ লাগছে। যে সকালটাতে মানুষ ঘুম থেকে উঠে দিনটা উপভোগের জন্য নিজেকে প্রস্তুত করে, সকালটা শুরু না হতেই তুমি চলে গেলে!’

সুমন চাকমার মৃত্যুর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এ ধরনের কোনো সংবাদ এখনও পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’


বাসু দাস/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়