ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরসিংদীতে এক বাড়ি লকডাউন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে এক বাড়ি লকডাউন

করোনাভাইরাসের লক্ষণ সন্দেহে নরসিংদীর একটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪ ওয়ার্ডের ভাড়ারিয়া পাড়া গ্রামের ওই বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। এর সাথে আশেপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেডিক্যাল টিম করোনা সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠিয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন বাড়ির আশেপাশে যেতে না পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া লকডাউন হওয়া বাড়িতে খাদ্যসামগ্রী সরবরাহ করবে পুলিশ।


হানিফ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়