ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গাজীপুরের সড়ক-মহাসড়কে পুলিশের চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরের সড়ক-মহাসড়কে পুলিশের চেকপোস্ট

করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গাজীপুরের সড়ক-মহাসড়কের মোড়েসহ বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সড়কের ১৬টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে নজরদারি করছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সড়কগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কয়েক দিন ধরে পোশাক শ্রমিকসহ অসংখ‌্য মানুষ পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা প্রভৃতি বাহনে করে চলাচল করছিল। চলাচল রোধ করতে পুলিশ ওইসব সড়ক মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের এসি মো. নজরুল ইসলাম জানান, করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চেকপোস্ট বসিয়ে তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযোগ রয়েছে- পোশাক শ্রমিরা ট্রাক-পিকআপকে করে চলাচল করছে। তাদেরকে এভাবে চলাচল করতে দেখলে ফিরয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অনেকে তুচ্ছ কারণে প্রাইভেটকার নিয়ে রাস্তায় বের হচ্ছে। ব্যাটারিচালিত অটোরিকশায় ১০/১২ জন, মোটরসাইকেলে ২/৩ জন করে চলাচল করতে দেখা যাচ্ছে। এদের থামিয়ে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদের যেতে দেওয়া হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর, বিআরটিসি অফিসের সামনে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার, গাজীপুরা, টঙ্গী বাটা গেট এলাকা, ঢাকা-গাজীপুর সড়কের জয়দেবপুর শিববাড়ি মোড়, টঙ্গী-ঘোড়াশাল সড়কের মীরেরবাজার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় প্রভৃতিস্থানে চেকপোস্ট বসানো হয়েছে বলে জানান এসি নজরুল ইসলাম।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, জেলা পুলিশের আওতাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার, রাজেন্দ্রপুর এলাকায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের নন্দন পার্কের সামনে, ঢাকা বাইপাস সড়কের কালিগঞ্জের উলুখোলাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে চেকপোস্ট করা হয়েছে।

রাস্তা ঘাটের পাশাপাশি জেলার বাজার, চায়ের স্টল, এখানে সেখানে আড্ডা দেওয়া বন্ধে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।


হাসমত আলী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়