ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে বেলা ১২টার পর দোকানপাট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে বেলা ১২টার পর দোকানপাট বন্ধের নির্দেশ

ওষুধের দোকান ছাড়া প্রতিদিন বেলা ১২টার পর থেকে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে গাজীপুরের জেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে জেলার বিভিন্নস্থানে এ সংক্রান্ত আদেশের ব্যাপারে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ নির্দেশ অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকিং করে জানানো হয়।

গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দেশের করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে প্রধান হলো জনগণকে নিজ বাসা/বাড়িতে অবস্থান করতে হবে। বিনা প্রয়োজনে কাউকে বাসা থেকে বের না হওয়ারও অনুরোধ করা হয়েছে। কিন্তু বিভিন্নস্থানে মানুষ অযথা ভিড় করছে। জনসমাগমকে এড়িয়ে চলছে না। বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

সেজন্য মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১২টার পর থেকে গাজীপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ওষুধের দোকান ছাড়া সকল ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রতিদিন সকাল থেকে ফের বেলা ১২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ‌্যের দোকান খোলা থাকবে। এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জেলার সর্বত্র জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।


হাসমত আলী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়