ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খাগড়াছড়িতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাগড়াছড়িতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি জেলা শহরের প্রবেশ মুখ ও বের হওয়ার সড়ক জিরো মাইলে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ নিষেধাজ্ঞা জারি করেন। শুধু জরুরি সেবাদানকারী পরিবহণ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জানা যায়, দিন দিন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কঠোর অবস্থানে খাগড়াছড়ির প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘোরাফেরার দায়ে প্রতিনিয়ত করা হচ্ছে অর্থদণ্ড। জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনগণকে সচেতন করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের দণ্ড দেওয়া হচ্ছে।

এর আগে, গত সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত শুধু ওষুধের দোকান ছাড়া সব প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।


বাসু দাশ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়