ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহে কুলিদের মাঝে পুলিশের খাদ্য সহায়তা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে কুলিদের মাঝে পুলিশের খাদ্য সহায়তা

করোনার প্রভাবে কর্মহীন ১৬২ জন কুলি শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার আহমার উজ্জামান।

জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আহমার উজ্জামান জানান, রেল স্টেশনসহ বিভিন্ন জায়গায় যারা কুলির কাজ করতো, করোনার প্রভাবে বর্তমানে তাদের আয়-রোজগার বন্ধ। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য যে খাদ্য সহায়তা দিচ্ছে, সরকারি সেই তালিকার বাইরে এসব কুলি শ্রমিকদের মাঝে সামান্য কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো। হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে ময়মনসিংহ পুলিশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে।


মিলন/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়