ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভৈরবে জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত‌্যু, হাসপাতাল তালাবদ্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভৈরবে জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত‌্যু, হাসপাতাল তালাবদ্ধ

কিশোরগঞ্জের ভৈরবে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা জেনারেল হাসপাতালে এক গৃহবধূর মৃত‌্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জ্বর ও শ্বাসকষ্টে ওই গৃহবধূ মারা যান। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন করোনা সন্দেহে হাসপাতালটি তালাবদ্ধ করে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নির্দেশনা মোতাবেক মৃত রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কী-না তা পরীক্ষা করা হবে।

এ বিষয়ে ইউএনও লুবনা ফারজানা জানান, মৃত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এ মুহূর্তে হাসপাতালের আশপাশসহ সামনের রাস্তাটিতে লোকসমাগম সীমিত করা হয়েছে। আইইডিসিআরের গাইডলাইন অনুযায়ী ওই নারীর মরহেদ দাফন করা হবে। পরীক্ষায় করোনা পজেটিভ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


রুমন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়