ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেশে ফিরে গেলেন রূপপুরের ১৭৮ রুশ নাগরিক

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফিরে গেলেন রূপপুরের ১৭৮ রুশ নাগরিক

করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে নিজ দেশে ফিরে গেলেন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ার ১৭৮ কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে রসাটম এর বাংলাদেশের জনসংযোগ এজেন্সি ট্রিউন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফরহাদ কামাল রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় রাশিয়ার একটি বিশেষ বিমানে তারা দেশের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন।

ড. ফরহাদ কামাল আরো জানান, রূপপুর প্রকল্পে রিপ্লেসমেন্ট প্রক্রিয়ায় রাশিয়ার অনেক কর্মকর্তা-কর্মচারীর কেউ দেশে যান, আবার কেউ আসেন। এর মধ্যে অনেকে রাশিয়া ফিরতে আবেদন করেছিলেন। সেই প্রক্রিয়ায় মোট ১৭৮ জন কর্মকর্তা-কর্মচারী দেশে ফিরে গেছেন। রাশিয়া থেকে একটি বিশেষ বিমান এসে তাদের দেশে নিয়ে গেছে। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই আবার কর্মস্থলে ফিরে আসবেন।

দেশে ফেরা রুশ ব‌্যাক্তিদের কেউ করোনাভাাইরাসে আক্রান্ত নন বা অসুস্থ নন। তারা সবাই সুস্থ আছেন। রূপপুর প্রকল্পের সাইটেও এখন পর্যন্ত করোনার কোনো সংক্রমণ পাওয়া যায়নি। দেশে ফেরার পর তাদের দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে। এর পর তারা পরিবারের কাছে ফিরতে পারবে বলে জানান ড. ফরহাদ কামাল।


শাহীন রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়