ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৮ থেকে ১৪ এপ্রিল পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে (বিসিপিসিএল) বাংলাদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের পর এ নিষেধাজ্ঞার কথা জানায় বিসিপিসিএল কর্তৃপক্ষ।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানিয়েছেন, এ বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৭০০ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। বুধবার থেকে প্ল্যান্টের ভিতরে এসব শ্রমিকের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্ল্যান্টের ভিতরে বর্তমানে ১ হাজার ৩০০ চায়নিজ কর্মরত আছেন। তারা মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে সুস্থ আছেন।

তিনি আরো জানান, বাংলাদেশি শ্রমিকদের বিদ্যুৎকেন্দ্র প্রবেশ বন্ধ থাকলেও জাতীয় গ্রিডে বিদুৎ সরবরাহসহ অভ্যন্তরীণ কার্যক্রম চলবে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন ৪৫০-৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়ে থাকে।


ইমরান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়