ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কাপ্তাইয়ে ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৯, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপ্তাইয়ে ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টাইনে

রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম আনসার ক্যাম্পের  ১০ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে ১৪ দিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বর্তমানে ওই এলাকা লকডাউন করা হয়েছে।

কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানিয়েছেন, দুই আনসার সদস্য জ্বরে আক্রান্ত হলে মঙ্গলবার তাদেরকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়। সেখান থেকে যদি ফলাফল করোনা নেগেটিভ আসে তাহলে তাদের স্বাভাবিক চিকিৎসাসেবা দেওয়া হবে। করোনা পজিটিভ আসলে তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তিনি আরো জানান, কোয়ারেন্টাইনে থাকা আনসার সদস্যদের জন্য খাবার সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে।


বিজয়/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়