ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাবলীগ জামাতের ৭ ভারতীয় নাগরিক কোয়ারেন্টাইনে

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাবলীগ জামাতের ৭ ভারতীয় নাগরিক কোয়ারেন্টাইনে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তাবলীগ জামাতের সাতজন ভারতীয় নাগরিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন রাঙ্গাবালী উপজেলা প্রশাসন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হলেন- আব্দুল আজম, আব্দুল মান্নাব, আব্দুর রশিদ, আব্দুল্লাহ, মো.নিশাদ, আব্দুর রশিদ ও ইবরার হোসেন। তাদের সকলের বাড়ি ভারতের বিহার প্রদেশে। তাদের তাবলীগ জামাতের উপজেলা শাখার মাকরাজেতে (খানকা) হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

ইউএনও মো.মাশফাকুর রহমান জানান, জানুয়ারিতে ভারতের আসাম থেকে টঙ্গী এজতেমায় আসেন এসব ভারতীয় নাগরিক। আখেরি মোনাজাত শেষে মার্চ মাসে রাঙ্গাবালীর বিচ্ছিন্ন দ্বীপ চর আন্ডারের একটি মসজিদে তারা অবস্থান করছিলেন। খবর পেয়ে সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদকে সঙ্গে নিয়ে সেখানে পরিদর্শন করা হয়। এরপর তাদেরকে সেখানে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছেনা। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে তারা নিরপাদে আছেন।

 

ইমরান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়