ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কিশোরগঞ্জে করোনার উপসর্গে যুবকের মৃত্যু, গ্রাম লকডাউন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে করোনার উপসর্গে যুবকের মৃত্যু, গ্রাম লকডাউন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক যুবক মারা গেছে। পরে তার গ্রাম লকডাউন করা হয়েছে। 

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান মৃত‌্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ওই যুবক নিজ বাড়িতে মারা যায়। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই যুবক কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। পাঁচ দিন আগে তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। কিন্তু তিনি তা না মেনে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কটিয়াদী উপজেলায় যান এবং ফিরে এসে ঘরের সামনে মারা যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, তিনি কোভিড-১৯ রোগী ছিলেন কিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান জানান, ওই যুবকের মৃত‌্যুর পর নামাপুটিয়া গ্রাম লকডাউন করা হয়েছে। তার বাড়ির সদস‌্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

 

রুমন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়