ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাইস মিলে একশ বস্তা সরকারি চাল, আটক ২

নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাইস মিলে একশ বস্তা সরকারি চাল, আটক ২

নরসিংদীর মনোহরদীতে একটি রাইস মিল থেকে একশ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে আমিনুল হক যাদুর রাইস মিল থেকে চালগুলো উদ্ধার করা হয়।

আটক হলেন, রাইস মিলের মালিক আমিনুল ইসলাম যাদুর ছেলে ফেরদৌস আহমেদ সুমন ও ব্যবসায়ী লাল মিয়া।

মনোহরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ‘সন্ধ্যায় চালগুলো সরকারি বস্তা থেকে অন্য বস্তায় ভরা হচ্ছিল। এমন সংবাদে ওই রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলের তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৫০ কেজি ওজনের একশ বস্তা চাল ও ৮৯টি খালি বস্তা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সুমন ও লাল মিয়াকে আটক করা হয়।'

 

হানিফ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়