ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পঞ্চগড়ে শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর মৃত্যুতে আতঙ্ক

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চগড়ে শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর মৃত্যুতে আতঙ্ক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বালাকুড়ী পাড়া এলাকায় কিশোরী নিজ বাড়িতে মারা যায়। খবরটিতে মুহূর্তেই এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ওই কিশোরী তার নানার বাড়িতে থাকতো। তার আগে থেকেই অ্যাজমা, জ্বর ও শ্বাসকষ্টসহ নানারকম সমস্যা ছিল বলে তার পরিবার জানায়। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে কিশোরীর লাশ থেকে জেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ বালাকুড়ি এলাকার কিশোরীর মৃত্যু নিয়ে আতঙ্কিত হওয়ায় কিছু নেই। কারণ, আগে থেকে তার হাঁপানি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা ছিল। তাকে করোনা রোগীর মত পিপিই পরে দাফন সম্পন্ন করা হয়েছে।

পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বলেন, ‘পঞ্চগড়ের দেবীগঞ্জে হাঁপানি, শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরী মারা গেছে।  আগে থেকে তার শারীরিক সমস্যা ছিল। এলাকাবাসীর আতঙ্কের কারণে আমরা তার নমুনা সংগ্রহ করেছি এবং বুধবার তার নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে তার শরীরের করোনা রয়েছে কি না।'

 

নাঈম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়