ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহীতে কোয়ারেন্টাইনে থাকা তাবলীগ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে কোয়ারেন্টাইনে থাকা তাবলীগ সদস্যের মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আবুল কালাম আজাদ (৬৫) নামে তাবলীগ জামাতের এক সদস্য মারা গেছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

আবুল কালাম আজাদের বাড়ি উত্তর মিলিকবাঘা গ্রামে। তাবলীগের চিল্লা শেষে ফিরে এই বৃদ্ধ গ্রামেরই একটি মাদ্রাসায় কোয়ারেন্টাইনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ বেশ কিছুদিন আগে তাবলীগ জামাত দলের সাথে কুষ্টিয়া যান। চিল্লা শেষে তিনি গত ৫ এপ্রিল গ্রামে ফেরেন। তারপর একটি মাদ্রাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। তিনি অসুস্থ হয়েছিলেন কি না তা কেউ জানতে পারেননি। হঠাৎ বুধবার ভোরে মারা যান। তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ ঘণ্টা তার লাশের কাছে কেউ যাননি। পরে দাফনের ব্যবস্থা করা হয়।

রামেক হাসপাতাল উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন কী-না।

 

রাজশাহী/তানজিমুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়